পাকিস্তান ইনিংসের শুরুটা ছিল সাবধানী। তাতেও কাজ হলো না। দ্রুত দুই উইকেট খুইয়ে চাপে পড়েছে পাকিস্তান। প্রথম তিন ওভারে কোনো বাউন্ডারিই মারতে পারেননি মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। রান আসে কেবল ১৬।
প্রথম ওভারে জীবন পাওয়া রিজওয়ান ইনিংসটা লম্বা করতে পারেননি। পাকিস্তান কিপার-ব্যাটসম্যানকে বোল্ড করে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দিলেন স্যাম কারান।
পঞ্চম ওভারে দ্বিতীয় বল অফ স্টাম্পের অনেক বাইরে করেন তরুণ এই পেসার। ব্যাট চালিয়ে দেন রিজওয়ান। কিন্তু ঠিক মতো খেলতে পারেননি। বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে ছোবল দেয় লেগ স্টাম্পে।
দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় দায়িত্ব বেড়েছে অধিনায়ক বাবরের। তার নতুন সঙ্গী শান মাসুদ। ২৯ রানে ব্যাট করছেন অধিনায়ক। ১০ ওভারে পাকিস্তান ৬৮ রান করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।