মোঃ ইলিয়াস হাওলাদার,কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত্যু মোমিন হাওলাদারের পুত্র বেল্লাল হাওলাদার (৩৫) নামে এক ব্যাক্তিকে প্রতিবেশীর বাড়িতে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে তার আপন বড় ভাই নুরুল হক নুরু (৫০)।
জানাযায় বেল্লাল একা থাকার কারনে প্রতিবেশী ছোবাহান হাওলাদারের বাড়িতে রাত্রিযাপন করতো, ১৪ নভেম্বর সোমবার প্রতিদিনের মত প্রতিবেশীর বাড়ি ঘুমিয়ে ছিলো বেল্লাল, বেল্লালের সাথে কথা বলবে বলে ভোর রাতে ওই ঘরে প্রবেশ করে নুরু। ঘর মালিক ওজু করতে বাইরে নামলেই বেল্লালের মাথার উপরে এলোপাতাড়ি ভাবে কোপ ও টাক দিতে থাকে নুরু, এতে ঘটনা স্থলেই মারা যায় বেল্লাল।
ঘর মালিকের ছেলে আল আমিন বলেন, ফজরের সময় নুরু কাকা আমাদের বাড়িতে আসছে, আমি বলেছি আপনি কেন আসছেন তখন নুরু কাকা বলেন তুই ছোট মানুষ বুঝবিনা ঘুমিয়ে থাক তখন আমি সুইছি। এর পরে জখন একটু বেলা উঠলো বাবা ওজু করতে নেমেছে, আমার ছেলের মা বাইরে নেমেছে, ওজু করতে বাইরে নামার কথা বলে বেল্লালের কাছে এসে মাথায় কোপ শুরু করে নুরু, আমি ডাক চিৎকার দিয়ে লোক ডাকলেও কেও আসেনি নুরু বাইরে চলে যায় এর পরে আমি আর মিজান তার পিছু নেই মজসিদের সামনে গেলে লোকজন ডেকে তাকে ধরে মন্নান মেম্বারকে খবর দিয়াছি।
নুরু বলেন, আমার বাবার ১০৪ শতক সম্পত্তির ৮৮ শতক সম্পত্তি বেল্লার নিজের নামে লিখে নিয়েছেন এবং আদালতে আমাদের নামে মামলা করেছেন। তাই আমি দাও দিয়ে টাকিয়ে মেরিছি।
পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছে, ঘাতক ভাই আটক হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।