মনপুরা (ভোলা) প্রতিনিধি: উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে সামনে নিয়ে দিন ব্যাপি মনপুরায় ডিজিটাল উদ্ভবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় মনপুরা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্ভাবনী মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হ’য়ে।
উদ্ভাবনী ডিজিটাল মেলায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া,মনপুরা প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান সহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১০ টি স্টলে সরকারি বিভিন্ন দফতর অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।