ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের ৩১তম বার্ষিক সাধারণ সভা-২০২২ ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের জেল রোডে অবস্থিত সমিতির নিজস্ব ভবনে এ সভার আয়োজন করা হয়।
লালমনিরহাট ডায়াবেটিক সমিতির কার্যকরি কমিটির সভাপতি এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ-এর সভাপতিত্বে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন আব্দুল মজিদ, ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন এরশাদ হোসেন জাহাঙ্গীর। সভায় বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আজীবন সদস্য মোঃ লিয়াকত আলী ভূঞাঁ, একেএম মঈনুল হক, জালাল উদ্দিন, এ্যাডঃ চিত্তরঞ্জন রায় মন্টু, ট্রাস্টি বোর্ডের সদস্য এ্যাডঃ মতিয়ার রহমান প্রমুখ।
পরে লালমনিরহাট ডায়াবেটিক সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডঃ মশিউর রহমান, সদস্য এন্তাজুর রহমান ও সদস্য সহিদুর রহমান কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২০২৪ নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতিঃ এ্যাডঃ ময়জুল ইসলাম ময়েজ। সহ সভাপতিঃ মোঃ মোকছেদুর রহমান, মোঃ সেকেন্দার আলী সরকার। সাধারণ সম্পাদকঃ ডাঃ মোঃ কাসেম আলী। যুগ্ম সম্পাদকঃ এরশাদ হোসেন জাহাঙ্গীর। কোষাধ্যক্ষঃ মোঃ লিয়াকত আলী ভূঞাঁ। এতে নির্বাহী সদস্য হয়েছে শ্রী দুলাল চন্দ্র কর্মকার, অধ্যক্ষ মোঃ শরওয়ার আলম, মোঃ মনসুর আলী সরকার, হুমায়ন কবির, মোঃ সেকেন্দার আলী, এ্যাডঃ শফিকুল ইসলাম শফি, এ্যাডঃ মাসুমা ইয়াসমিন, মোঃ মোজাম্মেল হক সরকার মানিক, এ্যাডঃ মোঃ সায়েম-উল-আলম সরকার।
সভায় বিভিন্ন পর্যায়ে থাকা আজীবন সদস্যরা এই বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।