১। ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয়, যেখানে একটি ছাড়া অন্যটি অচল।
— ( রেদোয়ান মাসুদ )
২। ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয় ।
— ( টেনিসন )
৩। ভালোবাসা বাতাসের মতো,আপনি এটি দেখতে না পারলেও অনুভব করতে পারবেন।
– নিকোলাস স্পার্ক
৪। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে, আর সেই কথা মনে করে দু’জনেই কাদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা।
— ( রেদোয়ান মাসুদ )
৫। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশী আনন্দ।
— ( টমাস ফুলার )
৬। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা। মেয়েরা সত্যিকার ভালো বাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে দেয় তারা তা নিজেও জানেনা।
— ( সমরেশ মজুমদার )
৭। কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছাড়াও সে বাঁচতে পারে।
— ( দস্তয়েভস্কি )
৮। কোন কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।
— ( কনফুসিয়াস )
৯। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে । ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।
— ( হুমায়ূন আহমেদ )
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।