টুইটার, ফেসবুকের পর এবার গণছাঁটাই বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। প্রতিষ্ঠানটি এরই মধ্যে অন্তত ১০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। সম্প্রতি এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, তাদের ছাঁটাই প্রক্রিয়া আগামী বছর পর্যন্ত চলবে।
অ্যামাজন বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে অ্যামাজন জানিয়েছে, যেভাবে পরিকল্পনা করা হয়েছে, তাতে কাজের ক্ষেত্র আরো কমে আসবে। ফলে কর্মীদের সংখ্যা সমন্বয় করতেই হবে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরেই অ্যামাজন বড় ধরনের ক্ষতির সম্মুখীন। আর এ কারণেই গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। এর পাশাপাশি খরচ কমানোর জন্য আরো বেশকিছু উদ্যোগও নিয়েছে প্রতিষ্ঠানটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।