রাজধানীর শ্যামপুরে মিতু ফকির (২৫) নামে এক আইনজীবী তরুণীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাতে শ্যামপুরস্থ করিমুল্লাহবাগ ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তরুণী মাদারীপুর জেলার মোশারফ ফকিরের মেয়ে। জানা গেছে, কয়েকমাস আগে তার বিয়ে হয়। স্বামী এবং স্ত্রী দুজনেই পেশায় আইনজীবী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মো. মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক (এএসআই) মো. হাসান জানান,
নিহত তরুণীর পরিবারের অভিযোগ থাকায় তার স্বামী মিরাজকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।