জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ল্যান্ড ল’ ক্লাবের ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আরিফুর রহমান শামীম, সাধারণ সম্পাদক-১ পদে রাহাত আমিন ও সাধারণ সম্পাদক-২ পদে শোয়েনা আক্তার মনোনীত হয়েছেন।
সোমবার (২১ নভেম্বর) ক্লাবের পরিচালক, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রাফেয়া খাতুন কর্তৃক অনুমোদিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে সজিব আলীকে সহ-সভাপতি এবং আসাদুল ইসলাম ও তান্বী সাহাকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।
এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে আবদুল আলিম আরিফ; কমিউনিকেশন মেম্বার হিসেবে অন্তর হোসেন ও তাহসিনা নাইমা খান, মিডিয়া মেম্বার হিসেবে সাদ ইবনে শরীফ প্রধান, হিসেবে কাজী নূর-ই-জান্নাত ও সোহানুর রহমান সানী এবং প্রোগ্রাম মেম্বার হিসেবে মাশরাফ জাহান শাইক, তনিমা আফরিন ও সামী সাদমান সাকিব মনোনীত হয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।