মরুর দেশ কাতারে বসেছে বিশ্বকাপের ২২তম আসর। বিশ্বকাপের প্রথম চার দিনে দেখা দিয়েছে বেশ কিছু চমক। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর গতকাল (২৩ নভেম্বর) জাপানের কাছে ২-১ গোলে হেরে যায় জার্মানি। এবারের বিশ্বকাপে তুলনামূলক ‘ছোট দল’গুলো যেভাবে চমক উপহার দিচ্ছে, তাতে বিশ্বকাপের রঙ কয়েকগুণ বেড়ে গেছে।
বিশ্বকাপের পঞ্চম দিনে আজ মাঠে নামছে রোনালদোর পর্তুগাল, সুয়ারেজের উরুগুয়ে এবং নেইমারের ব্রাজিল। আর চারটি ম্যাচ নিয়ে তাই দর্শকদের মাঝে দেখা দিয়েছে বাড়তি উম্মাদনা। দিনের প্রথম খেলায় বিকাল ৪টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ক্যামেরুন। দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৭টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াই করবে সুয়ারেজ-ভালভার্দের উরুগুয়ে।
এরপর সব নজর কেড়ে নিতে মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত কয়েকমাসে নানা কারণে মাঠের বাইরে বেশ আলোচনা-সমালোচনায় আছেন রোনালদো। তাই বিশ্বকাপে নিজের খেলা দিয়েই সমালোচকদের জবাব দিতে চাইবেন তিনি। ঘানার বিপক্ষে রাত ১০টায় মাঠে নামবে পর্তুগাল।
পর্তুগাল ম্যাচের পরই রাত ১টায় আরেকটি উত্তেজনাকর ম্যাচ। দুর্বল সার্বিয়ার সঙ্গে লড়তে মাঠে নামবে ব্রাজিল। দল ছোট হলেও আর্জেন্টিনার পরাজয়ের পর কিছুটা চাপে আছেন সেলেসাওরাও।
এই বিশ্বকাপে ছোট দলগুলো যেভাবে চমক দিতে শুরু করেছে, সার্বিয়াও এমন কিছু করে দেখালে অবাক হওয়ার কিছু থাকবে না। আর আর্জেন্টাইন সমর্থকরাও হয়তো এইদিন প্রিয় প্রতিপক্ষের পরাজয় কামনায় সার্বিয়ার হয়ে গলা ফাঁটাবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।