সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। প্রায়ই নিজের কাজ ও ব্যক্তিগত বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন তিনি। কাতার বিশ্বকাপ ফুটবল আসরকে কেন্দ্র করে পছন্দের দল নিয়ে পোস্ট করতে দেখা যায় তাকে। এবার ব্রাজিলের দুর্দান্ত খেলায় অনেকটা মুগ্ধতা প্রকাশ করেছেন এই উপস্থাপক।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হয় ব্রাজিল-সার্বিয়ার ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়ার বিপক্ষে জোড়া গোলে জয় পেয়েছে কোচ তিতের দল। মাত্র নয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ফেসবুক পেজে জয় লেখেন, ‘আমাদের শৈশবে ম্যারাডোনা এবং তারপর কৈশরের বাতিস্তুতা এবং যৌবনে মেসি।
ব্যাস এরপর আর্জেন্টিনার সাপোর্টার। চাপ নেয়ার মানসিকতা থাকা পর্যন্ত আর্জেন্টিনার সাপোর্ট করতে কোনো দ্বিধা নেই।’ তিনি আরও লেখেন, ইদানিং চাপমুক্ত থাকার মানসিকতা তৈরি হয়েছে। গত রাতের খেলা দেখার পর চাপমুক্ত আনন্দের খেলা উদযাপন করার জন্য আর্জেন্টিনার পাশাপাশি আমি এখন ব্রাজিলেরও সমর্থক। ইস, এমন একটা গোল যদি জীবনের কোনো ক্ষেত্রে দিতে পারতাম! কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা হলে কাকে সাপোর্ট করব, আপনারাই বলেন?
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।