যশোরের কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুরে আল-আমিন মডেল একাডেমীর কনফারেন্স রুমে ওই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস শহীদ সভাপতিত্ব করেন।
কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্ঠা ও বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মি. মনোজ কান্তি হালদার এঁর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও শিক্ষক কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা মোঃ লিয়াকত হোসেন সিদ্দিকী এবং পবিত্র গীতা পাঠ করেন বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও সমিতির কার্যনির্বাহী সদস্য মি. অরুন কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও কেশবপুর পাইলট স্কুল এণ্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাঃ মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ললিত মোহন সরকার, সাগরদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবুল কাসেম, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি মি. কনক দে, উপদেষ্টা পরিষদের সদস্য মোহাঃ নূরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ওয়াজেদ আলী, শেখ মোহাম্মদ আব্দুল মজিদ, গোবিন্দ কুমার বসু, লিয়াকত হোসেন সিদ্দিকী, মোঃ রহমত উল্লাহ, মহিতোষ কুমার দাশ, মোঃ মোজাম্মেল হক, সন্তোষ কুমার নন্দী ও সমিতির সাধারণ সদস্য শিক্ষক সুকুমার সাহা, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল কাশেম, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আব্দুল খালেক, কৃষ্ণ পদ দাস, মোঃ আব্দুল বারী, সাধন কুমার সরকার, হরপ্রসাদ দাস, এস এম আব্দুর রহমান, স্বদেশ সরকার, প্রনব কুমার দাস, অজিত বিশ্বাস, শ্রাবন্তী বিশ্বাস, মোঃ আনোয়ার খান, সুশান্ত দে, মোঃ শাহাদাত হোসেন, পরেশ চন্দ্র দেবনাথ, গনেশ চন্দ্র রায়, অটল কুমার চক্রবর্তী, মোঃ বজলুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, ২০১৮ সালে কেশবপুর উপজেলায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে গঠিত হয় কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। সমিতি গঠন করার পর থেকেই সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ এবং সাধারণ সম্পাদক মোহাঃ মোস্তাফিজুর রহমান সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে। তারই প্রেক্ষিতে পুনরায় মোহাম্মদ আব্দুস শহীদকে সভাপতি এবং মোহাঃ মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক রেখে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।