রাজিবুল ইসলাম (রিয়াজ),মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মধুপুরে ৩ গরু চোর আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের জয়তেতুল শাইলবাইদ গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ থেকে গরু চুরি করে ছোট ট্রাকে বহন করে ভোর রাতে মধুপুরের জয়তেতুল শাইলবাইদ এলাকায় নিয়ে আসে। চোরদের লক্ষ্য করে পিছন থেকে একটি সিএনজিতে কয়েকজন লোক এসে গরুর ট্রাকসহ ৩ চোরকে হাতেনাতে ধরে ফেলে। তাদের ডাকচিৎকার শুরু হলে ¯’ানীয়রা এসে
ঘটনা¯’লে জমায়েত হয়। উত্তেজিত জনতা ৩ গরু চোরকে উত্তমধ্যম দেয়। পরে ¯’ানীয় জনপ্রতিনিধিরা ঘটনা¯’লে এসে আটককৃত চোর ও ৪ গরু, গাড়িসহ মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃতরা হলো- মনির হোসেন (২২)। সে সিরাজগঞ্জ জেলার কাজীপুরের মাজনাবাড়ি গ্রামের শিপন মিয়ার ছেলে। সবুজ (৩০)। সে সিরাজগঞ্জের সলঙ্গার বেলতলা গ্রামের মোজদার আলীর ছেলে। আল আমিন (২০), টাঙ্গাইলের মধুপুর উপজেলার জয়তেতুল শাইলবাইদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। রাতেই গরুর মালিক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সদরাবাড়ি গ্রামের চেন্নু শেখের ছেলে ইজ্জত আলী ও হাসান আলী মধুপুর থানায় চলে আসে। গরু ও ট্রাক থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটককৃত আহত ৩ চোরকে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বা¯’্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।