গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জিওসি গ্রামের দেড় কিলোমিটার মাটির রাস্তাটি ইটের সলিং করার দাবী এলাকাবাসীর। বিন্দুবাড়ী মাদ্রাসার দক্ষিণের রেলক্রসিং থাকে পশ্চিম দিক হয়ে এই রাস্তাটি জিওসি প্রাইমারী স্কুল পর্যন্ত এখনো হয়নি ইটের সলিং।
বেহাল অবস্থায় ওই এলাকার মানুষের জীবনযাত্রা। একটি রাস্তার জন্য দুর্ভোগ গ্রামের হাজারও মানুষের। বর্ষা মৌসুমে এলাকার মানুষের চলাচল করতে হয় অনেক কষ্ট করে। অতিরিক্ত কাঁদা আর পানির কারনে কোনো রিকশা তো দুরের কথা জুতা পায়ে হাটাই অসম্ভব ব্যাপার। দ্রুত রাস্তাটি ইটের সলিং করার জন্য স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকার মানুষ।
মুলত এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করাসহ এলাকার কৃষকদের উৎপাদিত ধান, সবজিসহ অন্যান্য ফসল কৃষকরা বাজারজাত করতে পারে না। আধুনিক রাস্তার সুযোগ-সুবিধা থেকে বছরের পর বছর বঞ্চিত হয়ে আসছে জিওসি গ্রামের হাজারও মানুষ।স্থানীয় বাসিন্দারা অনেকেই জানান, দেশ স্বাধীনের পর থেকে মাটির এই রাস্তায় আজ পর্যন্ত ইটের সলিং হয়নি।
মাটির রাস্তার কারণে কেউ সহজে এই গ্রামের মেয়ে কিংবা ছেলেদের সঙ্গে বিয়েও দিতে চায় না। স্থানীয়রা জানান, রাস্তার উন্নয়নের জন্য অনেকবার আবেদন করেছি, কিন্তু কোন লাভ হয়নি। এই রাস্তাটি দ্রুত ইটের সলিং করা খুবই প্রয়োজন।
স্থানীয়রা আরো জানায়,এই রাস্তার কারণে ঝিমিয়ে পড়েছে আমাদের গ্রামের অর্থনৈতিক চাকা। কারণ গ্রামের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় সেই গ্রামের মানুষদের জীবনমানে কখনোই উন্নয়নের ছোঁয়া লাগে না। স্থানীয় ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান মিহার জানান,এই রাস্তাটির জন্য শ্রীপুর উপজেলায় দরখাস্ত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।