মোঃ ইমরান হোসেন, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় নতুন করে ৬ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। বুধবার রাতে তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। করোনাক্রান্ত ৬ জনের মধ্যে কুলাউড়া পৌর এলাকার উত্তর কুলাউড়ার ১ জন, মাগুরা এলাকার ১ জন এবং উছলাপাড়া এলাকার ১ জন, টিলাগাঁও ইউনিয়নের নৈইমপুর এলাকার ১ জন, পৃথিমপাশার ১ জন ও জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর এলাকার ১ জনসহ মোট ৬ জন। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্তদের মধ্যে ৩ জন গত ৩ এপ্রিল ও অপর ৩ জন গত ৫ এপ্রিল কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার পর বুধবার রাতে ৬ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজ বাড়িতে হোম কোয়ান্টাম থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।