রাজিবুল ইসলাম রিয়াজ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আসন্ন ১৩নং লক্ষিন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম তরফদারের নির্বাচনী গণ সংযোগে জনতার ঢল।
শুক্রবার বিকেলে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের স্থানীয় গারোবাজারে মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম তরফদারের গণ সংযোগে অংশ গ্রহনের লক্ষে দলমত নির্বিশেষে প্রায় শতাধিক মোটরসাইকেল এবং ৫ শতাধিক ভোটার উপস্থিত হয়। পরে উপস্থিত কর্মী সমর্থকদের নিয়ে মুরাইদ সিরাজ নগর দাখিল মাদ্রাসা মাঠ থেকে একটি গণ সংযোগ বাহির হয়ে ১নং ওয়ার্ডের মুরাইদ, সিংহচালা, চাকপাড়া এলাকা পদক্ষিন করে মুরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে গণ সংযোগটি শেষ হয়। গণ সংযোগ শেষে কর্মী সমর্থকদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মেম্বার পদপ্রার্থী রফিকুল ইসলাম তরফদার বলেন- এলাকার সর্বস্তরের মানুষের সেবা করা এবং বিপদে আপদে সকলের পাশে দাঁড়ানোর লক্ষে দলমত নির্বিশেষে সকলের সেবা করতে চাই। আপনাদের সমর্থনে নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাটসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নশীল পরিবেশ সৃষ্টি করবো।
এলাকার ছেলে-মেয়েরা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে, তাদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলবো। অস্বচ্ছল ছেলে-মেয়েদের লেখা-পড়ার জন্য সার্বিকভাবে তাদের সাহায্য সহযোগিতা করে যাবো। সরকারি বিভিন্ন অনুদান এবং যে সকল ভাতা রয়েছে সেগুলো যারা পাওয়ার উপযুক্ত তাদের দেয়ার ব্যবস্থা করবো। এলাকার অসহায় গরিব মানুষের সকল বিপদে আপদে তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ্
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।