বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৬:০০ টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভাটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু।
সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আলী কামাল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক আহমেদ লিমন এছাড়া নগর যুবলীগের সহ-সভাপতি আশরাফুল আলম, মোখলেছুর রহমান মিলন, আমিনুর রহমান খান রুবেল, মোঃ জাবু, হায়েস উদ্দিন মাসুম, অ্যাডভোকেট আহসান হাবীব রঞ্জু এবং গোলাম ফারুক; যুগ্ম- সম্পাদক মনিরুজ্জামান খান মনির; সংগঠনিক সম্পাদক রাহমানুর রহমান রয়েল; প্রচার সম্পাদক এডভোকেট মাজেদুর আলম শিবলী; দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু; আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ কবির রেজা, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউর রহমান রাজিব; পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, ধর্ম বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান বকুল; উপ-প্রচার সম্পাদক আ ফ ম মাহমুদুর রহমান দিপন, সহ সম্পাদক হামিদুল আলম সাজু, মির্জা মেহেমুদ রোমেল, মোঃ আলমগীর, মোঃ আলম শেখ ; সদস্য এডভোকেট কায়সার রহমান নাইজার, মোঃ ইদ্রিস, মোঃ মুন্না, মোঃ আসলাম, সাধন কুমার ঘোষ, মোরসালিন হক রাবু, মোঃ শাকিল, মোঃ শফিক, সুমন ঘোষ, আব্দুর রাজ্জাক রনি, আব্দুর রহমান নয়ন সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সাধারণ নেতৃবৃন্দ।
আলোচনা সভার শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’র আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।