ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় তামাক সেবন ও মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৪ ডিসেম্বর)সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জামালপুুর সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ও লাইফস্টাইল হেলথ এডুকেশন প্রমোশনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,জামালপুর জেলার সিভিল সার্জন প্রণয় কান্তি দাস। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন,বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড. মোশারফ হোসেন,হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা,জামালপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম প্রমুখ।
এ কর্মশালায় বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।