পায়ের চোট! গামলায় বরফ-জল নিয়ে তাতে ডান পায়ের পাতা ডুবিয়ে চেয়ারে বসে আছেন দিশা পটানি। ছবির নীচে লিখেছেন, ‘আমি কি এক সপ্তাহের জন্য আঘাত-মুক্ত হতে পারি?

কেন আমার সঙ্গে এ রকম হয়?’ জলভরা চোখের ইমোজি দিলেন নায়িকা। তার পরের ছবিতে শুশ্রূষার পরের ধাপ।

চিকিৎসার প্রয়োজনে বিশেষ ধরনের ব্যান্ডেজে শক্ত করে জড়ানো দিশার ডান পা। কীভাবে চোট পেয়েছেন এবার, তা অবশ্য বলেননি। প্রায়শই পা নিয়ে ভুগতে দেখা যায় দিশাকে। কয়েক মাস আগেই নাচতে গিয়ে গোড়ালি ঘুরে গিয়েছিল তার।

সেই আঘাত পাওয়া অংশেই আবার চোট লেগে থাকতে পারে, তেমনই আভাস দিলেন অভিনেত্রী। ব্যান্ডেজ জড়ানো পায়ের ছবি দিয়ে লিখেছেন, ‘উপশমের পদ্ধতি সেই একই।’

রোববার (৪ ডিসেম্বর) ভোরে দিশার পোস্ট করা ছবিগুলো দেখে জল্পনা সমাজমাধ্যমে। এখন কি তবে বিশ্রামেই থাকতে হবে অনেক দিন? কষ্ট পাচ্ছেন খুব?’ আর ওই পোস্টে কমেন্টের মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করেন তার অনুসারীরা।