সিরিজের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে আছে ইতোমধ্যেই। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়ের মিশনে নেমেছে বাংলাদেশ দল। ইতোমধ্যে টস হয়ে গেছে। যেখানে টস জিতেছেন অধিনায়ক লিটন দাস। বড় স্কোর গড়ার লক্ষ্যে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ক্যাপ্টেন।
টিম ম্যানেজমেন্ট গুরুত্ব দিয়েছে উইনিং কম্বিনেশন। সে কারণে দলে একটি মাত্র পরিবর্তন আনা হয়েছে। হাসান মাহমুদের বদলে ঢুকেছেন নাসুম আহমেদ।
গত ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে সিরিজ নিজেদের করতে ঝাঁপিয়ে পড়তে চাইছেন লিটন-সাকিবরাও। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র ছয়টি। এর মধ্যে সবশেষ চার ম্যাচে তিনটিতেই জয়ী হয় বাংলাদেশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।