বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আগামীকাল শুক্রবার মুখোমুখি হচ্ছে নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিল ও গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এটি হবে ব্রাজিলের সঙ্গে ক্রোয়েশিয়ার পঞ্চম দেখা। আর বিশ্বকাপ মঞ্চে এটি দুই দেশের তৃতীয় লড়াই।
২০ বছরের শিরোপা খরা কাটাতে কাতারে পা রাখে তারুণ্য নির্ভর সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের উদ্বোধনী ম্যাচে সার্বিয়া ও দ্বিতীয় ম্যাচে সুইসদের বিপক্ষে জয় তুলে নেয় তারা। কিন্তু তৃতীয় ম্যাচে আফ্রিকার দেশ ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে বসে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
তবে সেই ধাক্কা কাটিয়ে শেষ ষোলোয় মুখোমুখি হয় এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার। যেখানে কোরিয়ানদের ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সেলেসাওরা। অন্যদিকে, প্রি-কোয়ার্টারের ম্যাচে নির্ধারিত সময়ে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। পরে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালেও ব্যবধান বাড়াতে পারেনি কোনও দল। এরপর পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জাপানিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।
এর আগে এই দুই মোট চারবার মুখোমুখি হয়েছে। বিশ্বকাপ মঞ্চে দেখা হয়েছে দু’বার। সব মিলিয়ে ৪টি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় ব্রাজিলের একটি ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপের পরিসংখ্যানে দেশ দুটি দু’বার মুখোমুখি হয়েছে। এবারেরটি নিয়ে হবে তৃতীয়বার। আগের দুইবারে শতভাগ জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। পরিসংখ্যান এবং শক্তিমত্তার দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক অঘটন কাতার বিশ্বকাপকে রোমাঞ্চকর করে তুলেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।