রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আজ বৃহস্পতিবার বিএনপির যে বিশেষ সংবাদ সম্মেলন করার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। বুধবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়ার সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টায় হোটেল লেকশোরের বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনের দিনক্ষণ পরে জানানো হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
আরোও পড়ুন:
ডাঃ এস এ মালেকের মৃত্যুতে শোক প্রকাশ কুবি বঙ্গবন্ধু পরিষদের
আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া
বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শায়রুল কবির খান বলেন, ‘বুধবার বিকালে নয়াপল্টনে পুলিশি হামলা, গুলিতে নিহত ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে (মহানগর ও জেলা পর্যায়ে) বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।