হেক্সা জয়ের লক্ষ্যে শক্তিশালী স্কোয়াড নিয়েই কাতার বিশ্বকাপে এসেছিল ব্রাজিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসেই স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হলো সেলেসাওদের। যার দায় নিয়ে পদত্যাগ করেছেন ব্রাজিল কোচ তিতে।

টাইব্রেকারে ৪-২ ব্যবধানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান দেশ ক্রোয়েশিয়া। এই হারে ২০০৬ বিশ্বকাপ থেকে টানা পঞ্চমবার নকআউটে এসে ইউরোপিয়ান দলের সামনে এসে থমকে দাঁড়াতে হলো সেলেসাওদের।

কিন্তু সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র টাইব্রেকারে শট নেননি। তবে কোচ তিতের দাবি, পঞ্চম শটের জন্যই নেইমারকে রেখেছিলেন তিনি। কোচ তিতে বলেছেন, পঞ্চম শটটি বেশি গুরুত্বপূর্ণ। এটায় অনেক চাপ থাকে। সেই চাপ নেইমার নিতে পারবে। পঞ্চম শটের জন্য তাকে রাখা হয়েছিল। কোচ বলেন, আমি পরিস্থিতি মূল্যায়ন করার অবস্থায় নেই। আপনারা খেলা দেখেছেন, বিচার করতে পারেন।