সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছে পর্তুগাল ও মরক্কো। সেমিফাইনালে যাওয়ার ওই লড়াইয়ে রোনালদো নেই পর্তুগালের শুরুর একাদশে।
গ্রুপ পর্বের তিন ম্যাচেই পর্তুগালের শুরুর একাদশে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু প্রত্যাশা মিটিয়ে পারফরম্যান্স করতে পারেননি তিনি। শুরুর ম্যাচে পেনাল্টি থেকে পেয়েছিলেন কেবল এক গোল। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাকে বেঞ্চে রেখেছিলেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস।
এবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মরক্কোর বিপক্ষেও তাকে বেঞ্চে রাখা হয়েছে। তার জায়গায় সুইসদের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পাওয়া গঞ্জালো রামোস হ্যাটট্রিক করেছিলেন। আফ্রিকার দল মরক্কোর বিপক্ষেও শুরুর একাদশে আছেন তিনি।
এর আগে ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেন রোনালদো। সেবার তার দল সেমিফাইনালে খেলেছিল। এবারও একই সুযোগ তার দলের সামনে। অন্যদিকে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিতি ওঠার স্বপ্ন দেখছে মরক্কো।
পর্তুগালের একাদশ
ডিয়াগো কস্তা (গোলরক্ষক), রাফায়েল গুরুইরো, রুবেন দিয়াজ, পেপে, ডিয়াগো ডালট, বেনার্ড সিলভা, উইলিয়াম কারভালহো, ওটাভিয়ো, জোয়াও ফেলিক্স, গঞ্জালো রামোস ও ব্রুনো ফার্নান্দেজ।
মরক্কোর একাদশ
ইয়াসিন বোনো, আতিয়াত আল্লাহ, রোমাইন সাইস, আল ইয়ামিক, আশরাফ হাকিমি, সেলিম আমাল্লাহ, সোফিয়ান আমরাবাত, আজেদিন ওউনাহি, সোফিয়ান বউফাল, ইউসেফ এন নাসরি, হাকিম জায়েখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।