প্রকৃতির অপরূপ দান পাহাড়-পর্বত সুরক্ষা করে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক পর্বত দিবস’। প্রতিবছর ১১ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। জাতিসংঘ ২০০৩ সালে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি ঘোষণা করে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। পর্বত দিবসের এ বছরের প্রতিপাদ্য-ওমেন মুভ মাউন্টেইনস। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয় দিবসটি পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সংবাদ মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।