এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত যে দলগুলো দুর্দান্ত খেলে সেমিফাইনালে উঠেছে ,তার মধ্যে সবার ওপরে রয়েছে ফ্রান্স। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও তারা। কোয়ার্টারে ক্ষিপ্রগতির ইংলিশদের ২-১ ব্যবধানে হারিয়ে সেমির টিকিট পাb দুবারের চ্যাম্পিয়নরা। এমবাপ্পের দারুণ নৈপুণ্য এবারের বিশ্বকাপে ফ্রান্সের ভালো করার অন্যতম কারণ। তাই এই এমবাপ্পেদের হাতেই বিশ্বকাপ দেখছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো।
কাতারের রাজধানী দোহায় মিডিয়া সেন্টারে এএফপির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এ স্ট্রাইকার আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন দেওয়ার বিরোধী। তিনি বলেন, ‘আমি প্রতারক হয়ে বলতে পারি না যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। তবে ফুটবল রোমাঞ্চকর খেলা। যেই জিতুক তাকে সমর্থন জানাব।’
বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে ফাইনাল হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী এ ফুটবলার। ব্রাজিল বিদায় নিলেও ফ্রান্স এখনো টিকে আছে। তাই ফ্রান্সের হাতেই বিশ্বকাপ দেখছেন বিশ্বকাপজয়ী এ স্ট্রাইকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।