ঠাকুরগাঁও থানা চত্বরে মরদেহ সংরক্ষণে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের উদ্ভোধন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহমুদ। আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও থানা চত্বরে এ ঘরের উদ্বোধন করেন তিনি।
এসময় পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পুলিশ সুপার নাসিরউদ্দন জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, এসপি সার্কেল রাজিয়া সুলতানা, সদর থানার ওসি কামাল হোসেন, বে-সরকারি সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক শহীদ উজ-জ্জামানসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম বলেন, সময় অসময়ে দূর্ঘটনায় কেউ মৃত্যু বরণ বা নিহত হলে ময়না তদন্ত করার আগে লাশ অনেক ক্ষেত্রেই থানায় নিয়ে আসতে হয়। সেই লাশ থানা চত্বরে খোলা জায়গায় রাখা হতো। এখন থেকে ঘরের ভেতর রাখা হবে। সঠিক সময়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।