আমিনুল ইসলাম জুয়েল নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে, থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং জিআর-সিআর পরোয়ানা ভুক্ত আসামী বলে জানিয়েছেন পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১২ই ডিসেম্বর) থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় এসআই শাহারুল আলম সহ সঙ্গীয় ফোর্স উপজেলার চককয়া গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে এজাহার নামীয় আসামী শ্রী গনেস চন্দ্র মহন্ত (৪০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে চককয়া গ্রামের মৃত সন্তোষ চন্দ্র মহন্তের ছেলে।
অপরদিকে, এসআই শরিফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স পৌর ঢাকইর গ্রামে অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ মানিক (৩৫) নামে একজন কে গ্রেফতার করে। সে ঢাকইর গ্রামের মৃত মহসিনের ছেলে। তার নামে থানায় পুর্বে ৮টি মাদক মামলা রুজু আছে।
এছাড়াও, এসআই খাইরুল ইসলাম, এসআই চাঁন মিয়া, এসআই তরিকুল ইসলাম, এসআই এটিএম রফিকুল ইসলাম, এসআই শাহারুল আলম, এএসআই মামুনুর রশিদ, এএসআই মিন্টুর রহমান, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই সদরুল হাসান, এএসআই আল-আমিন, এএসআই রেজেক আলী সহ সঙ্গীয় ফোর্স থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জিআর ও সিআর পরোয়ানা ভুক্ত আসামী কাথম গ্রামের মৃত সোবহান আকন্দের ছেলে আবুল কালাম, বাঁশো গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ফারুক হোসেন, পেং গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আবু মুসা,
পাইকরকুড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে আলমগীর সোহেন, ভাগবজর গ্রামের আবুল হোসেনের ছেলে ফুয়াদ হোসেন, আঁচলতা গ্রামের আব্দুল জব্বারের ছেলে রয়েল, সিংজানী গ্রামের আঃ কুদ্দুসের ছেলে শাজাহান আলীকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।