পূবালী ব্যাংক লিমিটেড বিশাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে একাধিক বিভাগে ২২১ জন কর্মী নিয়োগ দেয়া হবে। আবেদন করতে লাগবে না কোনো ফি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২২১ পদে যোগ্যতা সম্পন্ন আবেদনকারীদের নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট পদে আবেদন করতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত পদসমূহ জানতে ক্লিক করুন এই লিংকে…https://www.pubalibangla.com/pdf/Vacancy_Anno.pdf
বেতন ও সুযোগ–সুবিধা
এজিএম/এসপিও/পিও পদের ক্ষেত্রে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন–ভাতা দেওয়া হবে। সিনিয়র অফিসার/অফিসার/জুনিয়র অফিসার/ডেপুটি জুনিয়র অফিসার পদের ক্ষেত্রে এক বছর প্রবেশনকাল শেষে ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
সাধারণ শর্তাবলি
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। যাঁদের বিদেশি ডিগ্রি আছে, তাঁদের ইউজিসি থেকে সমমান সনদ নিয়ে দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীর হতে হবে। জেলা পর্যায়ের জন্য স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিনিয়র অফিসার/অফিসার/জুনিয়র অফিসার/ডেপুটি জুনিয়র অফিসার পদের প্রার্থীদের ব্যাংকে পাঁচ বছর থাকার অঙ্গীকারপত্রে সই করতে হবে।
আবেদন করার প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের পূবালী ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটে () ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (https://www.pubalibangla.com/pdf/Vacancy_Anno.pdf) জানা যাবে। আবেদনের শেষ সময় হচ্ছে ৩১ ডিসেম্বর ২০২২।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।