সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক সুনামগঞ্জের কৃতি সন্তান হাসান শাহরিয়ার হাসান শাহরিয়ার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ এপ্রিল ) দুপুর ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ার বেশ অসুস্থ হয়ে গেলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে জানা গেছে। হাসান শাহরিয়ারের মৃত্যুতে সুনামগঞ্জের সাংবাদিক অঙ্গণে নেমে এসেছে সুখের ছায়া। হাসান শাহরিয়ারের মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জের সর্ববৃহৎ অনলাইন পোর্টালের সংগঠন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ, সহ সভাপতি মহিবুর রেজা তালুকদার টুনু, সহ সভাপতি আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. উস্তার আলী, সাংগঠনিক সম্পাদক কে এম শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক বিপলু রজ্ঞন দাস, তথ্য বিষয়ক সম্পাদক আবু জাহান তালুকদার, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, নির্বাহী সদস্য মোশাররফ হোসেন লিটন, তুষার আহমেদ টিপু প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।