ঢাকা মহনগরীর বংশাল এলাকা হতে মোবাইল চোরচক্রের মূলহোতা মোঃ আবু সাঈদকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের মূলহোতা ১। মোঃ আবু সাঈদ (৫৯), পিতা-মৃত আহাদ বক্স, সাং-কন্ডা, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর এর হেফাজত হতে ১০৫ টি মোবাইলফোনসহ ১৪/১২/২০২২ তারিখ ২১৫০ ঘটিকার সময় ঢাকা মহনগরীর বংশাল থানাধীন সুন্দরবন স্কোয়াড সুপার মার্কেট এলাকা থেকে গ্রেফতার করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক আরো জানান, গ্রেফতারকৃত আসামী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।