শ্রী বিপ্লব জলদাস,বোয়ালখালী: আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে শুক্রবার ষোলো ডিসেম্বর ২০২২ বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন ও বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ১৯৭১ সালের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে “বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠী’র নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা  পরিচালক ও সাধারণ সম্পাদক কবি ও সাহিত্যিক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, সাংবাদিক অধীর বড়ুয়া, কবি ও সাহিত্যিক সুজন সাজু, সাংবাদিক এসএম নাঈম উদ্দিন, সাংবাদিক ইয়াসিন চৌধুরী মিন্টু, শিল্পী গোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল বড়ুয়া, শিক্ষক মাহফুজ রকি, প্রকৌশলী মোঃ খোরশেদ আলম চৌধুরী, মোঃ আব্দুল হামিদ কাশেম, মোঃ নুরুল আমিন, মোহাম্মদ কাশেম
প্রমুখ।