মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ও বিজিবি হাসপাতাল, ঠাকুরগাঁও এর ব্যবস্থাপনায় এবং সেক্টর সদর দপ্তর ঠাকুরগাঁও এর তত্ত্বাবধানে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় ঠাকুরগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় বিজিবি’র সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, বিজিবি হাসপাতালের সিও লেঃ কর্নেল বিপ্লব কুমার রায়, ও ৫০ বিজিবির সিও লেঃ কর্নেল এস এম জাহিদ পারভেজ, পিএসসি এবং বিজিবি’র নওজোয়ানরা সহ মানবজমিন স্টাফ রিপোর্টার রেজাউল প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বিজিবি’র সিও জাহিদ পারভেজ বলেন, আমরা মহান বিজয় দিবস উপলক্ষে গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ উদ্যোগ হাতে নিয়েছি। আমরা ত্রাণ সামগ্রীও বিতরণ করে থাকি এ ধরনের উদ্যোগ আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।