গাজীপুরে ঘরের ভেতরে খাটের ওপর থেকে স্ত্রী এবং মেঝে থেকে স্বামীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ভোররাতে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)। সুফিয়ান রহমান নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই মাইকেল বণিক জানান, জরুন এলাকায় শুক্কুর সিকদারের ৬ তলা বাসার নিচ তলার একটি কক্ষের ভেতর থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।