বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ “গুণগত মানসম্পন্ন শিক্ষা, সুস্থ সংষ্কৃতি, মাদকমুক্ত সুস্থ জীবন, এই স্লোগানে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি’র) নতুন ভবণের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে অতিথিবৃন্দ বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স বিরামপুরের নতুন ভবণে কেক কেটে ভবনটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

বিওয়াইএফসি’র বিরামপুরের আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর বোর্ড চেয়ারম্যান মৃনাল রত্ন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিশেষ অতিথি বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স এর জাতীয় পরিচালক ড. পিটার হালদার, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অদৈত্য কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা এনজিও ফোরামের সভাপতি এনামুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স শিল্পী গোষ্ঠীর পরিবেশনে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসার্ন্স (বিওয়াইএফসি’র) কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।