ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি এলাকায় সড়ক দুর্ঘটনায় রেজোওয়ান হোসেন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় ভুল্লী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি চাপায় নিহত তিনি।
এ সময়ে ঘটনাস্থল থেকে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রেজোওয়ান নওগাঁ জেলার দামোর গ্রামের আমির উদ্দিনের ছেলে। সে ঠাকুরগাঁওয়ে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
এদিকে ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের লিডার আবুল কালাম আজাদ বলেন, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে যাওয়ার পথে, আমরা দেখতে পাই একটি অটো বাইকে তাকে নিয়ে আসছিল তারা আমাদেরকে ইশারা দিলে ভূল্লী (ভাটা) নামক স্থান থেকে আমরা গাড়ি থামিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার এসআই আতাউর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।