স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগাম তথ্য না থাকলে পুলিশ কারো ব্যক্তিগত মোবাইল চেক করে না। সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এর আগে, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা ও আনুষঙ্গিক বিষয় সংক্রান্ত সভায় তিনি সভাপতিত্ব করেন।
আসাদুজ্জামান খান বলেন, কারো ব্যাপারে আগে থেকে তথ্য থাকলেই কেবল মোবাইল চেক করা হয়। এ ছাড়া এমন কিছু ঘটে না।
পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তারে হালনাগাদ তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে। আমরা মনে করি, সংবাদমাধ্যমেরও সজাগ হতে হবে।
কারো কাছে এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা জানাতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।’ এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সে অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।