মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আমপাঙ পয়েন্টের নিজস্ব কার্যালয়ে ১৭ই ডিসেম্বর, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিত্র পরিচালক জাফর ফিরোজের সাবলীল ও মনোজ্ঞ উপস্থাপনায় বিজয় দিবসের উদযাপন স্মরনীয় হয়ে উঠে।
বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের, এবং লক্ষ বোন-জায়া-জননীদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম, একটি লাল সবুজের পতাকা পেয়েছিলাম, তাঁদের স্মরন করে অনুষ্ঠান শুরু হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মানিত সভাপতি জনাব নিসার কাদের। তিনি বলেন বাংলাদেশের উজ্জ্বল কৃষ্টি, সংস্কৃতি, ভাষা আমাদের পরবর্তী প্রজন্মের প্রভাবিত করতে এম বি এফ এ প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন
প্রফেসর ড: সাদেকুর রহমান। তিনি নুতন প্রজন্মের সামনে মুক্তি যূদ্ধের তথ্য সমৃদ্ধ ইতিহাস, স্মৃতি চারণ করেন ১৬ ই ডিসেম্বরের।
প্রায় দেড় ঘন্টা ব্যাপী অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসিএলপি (এমবিএফএ এর আর্ট কালচার ল্যাঙগুয়েজ প্রোগ্রাম) এর শিশু কিশোরদের ও এমবিএফএ এর মেম্বারদের সক্রিয় পরিবেশনায় অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠে।
এসিএলপি ছাত্র ছাত্রীদের নৃত্য কোরিওগ্রাফি ও পরিচালনায় ছিলেন ‘প্রমুগ্ধা চৌধুরী মম’।
এমবিএফএ এর সদস্য ও তাদের পরিবারবর্গ ছাড়া ও অনুষ্ঠানে কুয়ালালামপুরে অবস্থান রত অতিথি শিল্পীরা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসিএলপি ‘র ছাত্র-ছাত্রী প্রিয়তা, তুলি ও পিউ শর্মা, প্রাপ্তি, রাফান, অর্ণা, আফসার এবং কীর্তিকা শর্মা ও কাজী নাফিয়া ইসলামের চমৎকার পরিবেশনায় অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠে।
অনুষ্ঠান আলোকিত করেছেন মহুয়া রায় চৌধুরী, মিসেস মিতুল, আঞ্জুমানারা পারভেজ, ও কাজী নজরুল ইসলাম। সঞ্জয় বসাক, অনুপম পাল।
উনাদের সমৃদ্ধ পরিবেশনায়।
অতিথি শিল্পী কাব্য ও তার দল পরিবেশন করেন কথা কাব্য নৃত্য, ‘বিজয় আমার অহংকার’ শিরোনামে ১৯৭১ বিষয়ক গীতি-নৃত্য-আলেখ্য।
অতিথি নৃত্য শিল্পী অথৈ পরিবেশন করেন ‘ও আলোর পথ যাত্রী’ শিরোনামে গীতি-নৃত্য।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য প্রদান করেন এমবিএফ এ ‘র কালচারাল সাব-কমিটির দায়িত্বে থাকা ড: মহুয়া রায় চৌধুরী।
এমবিএফএ এর সদস্য ও পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতায় সম্পুর্ন অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছিলো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।