হাবিবুর রহমান, চিমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মোছাঃ আফরিন আক্তার আতসি (২১) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কোদাল ধোয়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটেছেন। আফরিন আক্তার আতসি ওই এলাকার মোঃ আঃ বারী মিয়ার ছেলে মোঃ শাহ্ আলমের স্ত্রী ছিলেন।
জানাগেছে, পাশ্ববর্তী উলিপুর উপজেলার হায়াত খাঁ (ছাগলী পাড়া) এলাকার মোঃ আমিনুল ইসলামের মেয়ে মোছাঃ আফরিন আক্তার আতসির সাথে গত ১ বছর আগে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কোদাল ধোঁয়ার পাড় এলাকার মোঃ শাহ্ আলমের সাথে বিবাহ হয়েছিল। ঘটনার দিন সন্ধ্যার দিকে স্বামীর সাথে আফরিন আক্তার তার বাবার বাড়ীতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার স্বামী শাহ্ আলম বাড়ীতে এসে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে অনেক ডাকা ডাকির পর ও দরজা না খুললে তা ভেঙ্গে ভেতরে ডুকে স্ত্রীকে ঘরের ধরণার সাথে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঐ এলাকার ইউপি সদস্য মোঃ আয়নাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিবাহের পর থেকে তাদের মধ্যে কোন দাম্পত্য কলহো দেখা যায়নি। হটাৎ কি কারণে এমন ঘটনা ঘটলো তা কেউ বলতে পারছে না।
এলাকাবাসীর অনেকের সাথে কথা হলে, তাদের পরিবারের মধ্যে কোন দ্বন্দ্বের কথা বলতে পরেনি। তারা বলেন, আমরা কোন দিন তাদের পরিবারের মধ্যে কোন দ্বন্দ্ব দেখি নাই। এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানাযায়নি। তবে ময়না তদন্তের রির্পোট পেলে বলতে পারবো। এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।