মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ জেলা প্রশাসক মানিকগঞ্জ মুহাম্মদ আব্দুল লতিফ এর নির্দেশনায় সকাল ৬,০০ টা থেকে হরিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ।
রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী মশগুল হোসেন কে খেজুর রসের সাথে চিনি ও চুন দিয়ে ভেজাল গুড় প্রস্তুতকালে হাতেনাতে ধরা হয় এবং প্রায় ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয় সেই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী উক্ত ব্যক্তিকে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর,হরিরামপুর, থানা পুলিশের একটি চৌকস টিম,ব্যাটালিয়ন আনসার, মানিকগঞ্জ।
জনস্বার্থে ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।