ফ্রান্সের বিশ্বকাপজয়ী এবং জুভেন্টাস ও পিএসজির সাবেক মিডফিল্ডার ব্লেইস মাতুইদি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। পেশাদার ক্যারিয়ারের ১৭ বছর পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক আবেগপূর্ণ বার্তা পোস্ট করার মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার।
টুইটারে মাতুইদি জানিয়েছেন, প্রিয় ফুটবল, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। ফুটবল, আমাকে অনেক দিয়েছে। কিন্তু যথেষ্ট বলার সময় এসেছে। আমার শৈশবের স্বপ্ন এবং প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে স্বপ্নগুলো পূরণ করেছি। গর্বের সঙ্গে আমি আজ এই নতুন পাতাটি উল্টেছি। ধন্যবাদ!
মাতুইদি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় সিরি আ এবং লিগ ওয়ানে কাটিয়েছেন। ক্লাব দুটির হয়ে সাতটি লিগ পদক জিতেছেন এই মিডফিল্ডার।
ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপে পাঁচটি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। তবে ২০২১ সালের নভেম্বরের পর আর কোনো প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেননি এই ফরাসি ফুটবলার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।