দেশজুড়ে জেঁকে বসছে শীত। বাড়ছে শীতজনিত নানা রোগ। বিশেষ করে বেড়ে যাচ্ছে চর্মরোগের প্রকোপ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা যায়, শীতকালে চর্মরোগীর সংখ্যা বেড়ে যায়।
সোমবার (১৯ ডিসেম্বর) যৌন ও চর্মরোগ বিভাগের বহির্বিভাগে চিকিৎসা নেন ৫৩৪ জন। এর মধ্যে নারীর সংখ্যা বেশি। চিকিৎসা নিতে আসা নারীর সংখ্যা ২৫৪ জন। এছাড়া পুরুষ ১৫৩ ও শিশু ৯১ জন। পুরাতন রোগী ৩৬ জন।
ঢামেকের চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডা. রাশেদ মো. খান বলেন, শীত ও গরম দুই সময়েই চর্মরোগ থাকে। যারা থাইরয়েড, কিডনি, লিভার কিংবা হাঁপানি রোগে ভোগেন তাদের শরীর শুষ্ক থাকে।
আর শীতকালে এসব রোগীর শরীর আরও শুষ্ক হয়ে যায়। এতে শরীর চুলকানো বাড়ে। চুলকানোর ফলে শরীরে তৈরি হয় এক্সিমা। এ থেকে একসময় ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার সুযোগ পায়, যা পরবর্তীসময়ে বিপদ সৃষ্টি করতে পারে।
শীতকালে ত্বকের সুস্থতায় চিকিৎসকদের পরামর্শ
◾শীতকালে সাবানের ব্যবহার কমাতে হবে।
◾শরীর তেলতেলে রাখতে হবে।
◾ময়েশ্চারাইজারযুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে।
◾গোসলের সময় গা বেশি ঘষামাজা করা যাবে না।
◾বেশি গরম পানি ব্যবহার না করে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে।
◾শীতকালে রোদ পোহালেও মুখ ঢেকে রাখতে হবে, যাতে আল্ট্রা ভায়োলেট রশ্মি সরাসরি দেহে না লাগে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।