আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক হযরত আলীর উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার দুপুরে ওই উপজেলা পরিষদ গেটে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নুরল হক, মফস্বল সাংবাদিক ফোরামের সম্পাদক আসাদুজ্জামান সাজু, রিপোটার্স ক্লাবের সভাপতি আলতাব হোসাইন সুমন, সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, মেহনা টিভি’র সাংবাদিক সমুন খান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো, সাংবাদিক ফারুক হোসেন নিশাত, ঢাকাপোষ্টের প্রতিনিধি নিয়াজ আহম্মেদ শিপন, জাগোনিউজের প্রতিনিধি রবিউল হাসান, কালের কন্ঠ’র প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক আজকের প্রত্রিকার প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় সাংবাদিকরা হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নে উপ-নির্বাচনে সাংবাদিক হযরত আলীসহ ওই ইউনিয়নে সংখ্যালঘু পরিবারের উপর চেয়ারম্যান প্রার্থী নুরল আমিনের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।