অমল কৃষ্ণ পালিত, (যশোর প্রতিনিধি): ২৫শে ডিসেম্বর রবিবার যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগে অবস্থিত, ঐতিহ্যবাহী এরশাদ এতিমখানার নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতিমখানার সাধারণ সম্পাদক মোল্লা সাঈদ আলম বাচ্চুর সঞ্চালনায় এবং সভাপতি সৈয়দ মাহবুব হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্যে রাখেন এতিমখানার দাতাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র প্রবাসী ড: প্রফেসর মুজিবুর রহমান শাওন। এছাড়াও বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম বুলবুল।
বক্তারা বলেন ১কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে এতিমদের থাকার জন্য এই ভনটি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে এলাকাবাসীর কাছ থেকে২০ লক্ষ টাকা এবং বিভিন্ন দপ্তর থেকে ১কোটি ১৮ লক্ষ টাকা সংগ্রহ করে এই ভবনটি নির্মাণ করা সম্ভব হয়েছে।এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুভাষচন্দ্র বিশ্বাস, মালোপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ ওহিদুল ইসলাম,এতিমখানার জমি দাতা গন, প্রবাসী মোঃ মোশারফ হোসেন, শাহিনুর কবির, মাষ্টার মাহাবুব হোসেন,
অভয়নগর উদিচির সভাপতি মাষ্টার সুনিল কুমার দাস, প্রেসক্লাব বসুন্দিয়ার প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, গাংচিল টিভির অভয়নগর প্রতিনিধি মতিন গাজী, নোয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন হৃদয়,এতিমখানার অন্যতম সদস্য সৈয়দ মুকুল হোসেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ কামরুল ইসলাম, সৈয়দ আজাদ রহমান সহ এলাকার অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।