নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলশীগঙ্গা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ শে ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি”র) ক্ষেতলাল উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শহিদুল ও তুলসীগঙ্গা ইউনিয়নে সভাপতি ওয়ারেছুল মজিদ কদর সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে।
বড়তারা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হালিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক খালেদুল মাসুদ আঞ্জুমান, যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক জাহেদা কামাল প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।