শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি: রহিমা আক্তার সম্পাকে সভাপতি ও প্রভাত দেবনাথ কে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করে অনির্বাণ লাইব্রেরির আগামী তিন বছরের কার্যকারী কমিটি গঠন করা হয়েছে।অনির্বাণ সকল কমিটির সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ সভা শ্রদ্ধেয় সমীরণ দে এর সভাপতিত্বে অনির্বাণ লাইব্রেরি’র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন অনিবার্ণ লাইব্রেরি’র অন্যতম প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় জয়দেব কুমার ভদ্র,উপদেষ্টা নিখিল চন্দ্র ভদ্র,জনাব হাসান বশির, সরোয়ার হামিদ জেবু, আশিষ কুমার বনিক,রামকৃষ্ণ দেব নাথ,উদয় কুমার রায় সহ অনেকে।

উক্ত সভায় আগামী ১৫ দিনের মধ্যে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।এ সময়ে অনির্বাণ লাইব্রেরি’র উপদেষ্টা মন্ডলী,কার্যনির্বাহী কমিটি,অনির্বাণ ছাত্র সংসদ,অনির্বাণ নারী সেল কর্মী ও স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।