পৃথক দুইটি অভিযানে প্রায় ১০ কেজি ওজনের ০১ টি গাঁজার গাছ ও ০১ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ ০৪ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর ) কুড়িগ্রাম পুলিশের সূত্রে জানা যায়, গতকাল, কচাকাটা থানাধীন কালিগঞ্জ ইউনিয়ন এর নামারচর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ মাহাবুব রহমান(৪৮) ও মোঃ আশরাফুল ইসলাম দ্বয়ের বসত বাড়ির আঙ্গিনা থেকে প্রায় ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছ সহ গ্রেফতার করে কচাকাটা থানার একটি চৌকস টিম। অন্যদিকে ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক একই দিনে ভূরুঙ্গামারীর নলেয়া কাজিয়ার মোর একালার কুখ্যাত মাদক কারবারি মোঃ আশরাফুল আলম (২১) ও মোঃ শাহিন (২৬) দ্বয়ের বসত বাড়ি থেকে ০১ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।