নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগীততানুষ্ঠান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা সভা ও সংগীততানুষ্ঠান করা হয়।
এসময় জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মনের সভাপত্বিতে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, জেলা তথ্য অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী ফরমান আলী সরকার, কালাই থানার সাব-ইন্সপেক্টর জাহিদুল হাসান, স্থানীয় ইউপি সদস্য বাদশা মন্ডল ওরফে লাল মিয়া, শাহনাজ পারভীন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।