আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে সাইফুদ্দিন আহমেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৯ টায় নামুড়ী রেলস্টেশন এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত সাইফুদ্দিন ওই উপজেলার নামুড়ী বেগুনটারী এলাকার মোস্তাক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নামুড়ী এলাকায় কানে হেডফোন দিয়ে রেল লাইনে বসে ফোনে গেম খেলছিল সাইফুদ্দিন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।