দেশের পাঁচ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে গেছে উল্লেখ করে মো. বজলুর রশিদ বলেন, শুক্রবার (৩০ ডিসেম্বর) তাপমাত্রা আরেকটু কমবে কিন্তু আজকের মতো এতটা কমবে না।
তবে কুয়াশা আরও দুদিন থাকবে। রাজধানীর আবহাওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ঢাকায় আজকের তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে ৩ ডিগ্রি কম। তবে ঢাকায় শৈত্যপ্রবাহ আসার আশঙ্কা নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।