জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে নাগেশ্বরী থানাধীন কালিগঞ্জ ইউনিয়নের মোনাইপুকুর মৌজার শিবনাথের বস ঝাকুয়াটারী গ্রামস্হ আবুল হোসেন এরবাড়ীর পিছনে ফাকা জায়গায় জুয়াখেলা অবস্হায় নাগেশ্বরী থানার ঝাকুয়াটারী এলাকার মোঃ আনিছুর রহমাম (৪৫), মোঃ খোরশেদ আলম( ৩৬), মোঃ জাহিদ ইকবাল (২৫), মোঃ আশরাফুল ইসলাম(২২), মোঃ সাইদুল ইসলাম, মোঃ তোজাম্মেল হক (৪২) ও মোঃ রেজাউল করিম (৪০) সহ মোট ৭ জনকে ০২ বান্ডিল তাস ও নগদ অর্থসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।